আম্বানি কন্যা ইশার ৩ লক্ষ টাকা মূল্যের বিয়ের কার্ড দেখে চোখ ছানাবড়া হয়ে গিয়েছিল সকলের। সোনা খচিত সেই কার্ড চোখ ঝলসে দিয়েছিল। এবার প্রকাশ্যে এল আম্বানি পুত্র আকাশ ও শ্লোক মেহেতার বিয়ের কার্ড।আগামী ১০ মার্চ সাত পাকে বাঁধা পড়তে চলেছেন আকাশ আম্বানি ও শ্লোক মেহেতা।