ঢাকা, শুক্রবার ১৯ই এপ্রিল ২০২৪ , বাংলা - 

করোনার ট্যাবলেটে অর্ধেক কমবে সংক্রমণ-মৃত্যু

ডেস্ক রিপোর্টার।।ঢাকাপ্রেস২৪.কম

2021-10-01, 12.00 AM
করোনার ট্যাবলেটে অর্ধেক কমবে সংক্রমণ-মৃত্যু

করোনাভাইরাসের চিকিৎসায় টিকা আবিষ্কারের পর এবার ট্যাবলেট বাজারে আনার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের মের্ক অ্যান্ড রিজব্যাক সংস্থা। ভাইরাস জ্বরে যেমন মুখে খাওয়ার ট্যাবলেট রয়েছে, করোনা চিকিৎসায়ও এমন ট্যাবলেট ব্যবহার করা হবে। মের্ক অ্যান্ড রিজব্যাকের ওই ট্যাবলেটটির নাম ‘মলনুপিরাভির’।এটি করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু ঝুঁকি কমাবে। পাশাপাশি হাসপাতালে ভর্তি না হয়ে বাড়িতে নিরাপদে চিকিৎসা নেওয়ার পথ সুগম করবে। তবে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ সংস্থা এ পিলটির ব্যবহারে অনুমোদন দিলে এটিই হবে করোনার প্রথম ট্যাবলেট। খবর সিএনএন।

মের্ক অ্যান্ড রিজব্যাক জানিয়েছে, শরীরে করোনাভাইরাস শনাক্তের সঙ্গে সঙ্গেই এ ট্যাবলেট খাওয়া শুরু করে দেওয়া যেতে পারে।জানা গেছে, মার্কিন সংস্থা মের্ক ‘মলনুপিরাভির’ নামের এক অ্যান্টিভাইটাল ওষুধ নিয়ে কাজ করেছে। ‘রিজব্যাক বায়োথার্পিউটিক্স’ নামের এক সংস্থার সঙ্গে হাত মিলিয়ে ওই ওষুধ তৈরি হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। এশিয়ার দেশ জাপানেও সেই ট্রায়াল চালানো হচ্ছে।