ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবে রাষ্ট্রবিরোধী গুজব ছড়ানোর অভিযোগে একটি অনলাইন চ্যানেলের অ্যাডমিনসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গুজব ছড়ানো চ্যানেলটির নাম এসকে টিভি।র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
তবে গ্রেফতার দুইজনের নাম বা কখন তাদের গ্রেফতার করা হয়েছে সে সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। র্যাব জানিয়েছে, শনিবার (৬ অক্টোবর) দুপুর আড়াইটায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।