ঢাকা, রবিবার ২৮ই এপ্রিল ২০২৪ , বাংলা - 

পর্তুগালে যাত্রাশুরু বাঙালির চা কফি দোকান

প্রবাস রিপোটার।।ঢাকাপ্রেস২৪.কম

2024-02-10, 12.00 AM
পর্তুগালে যাত্রাশুরু বাঙালির চা কফি দোকান

প্রথমবারের মতো ইউরোপের দেশ পর্তুগালের রাজধানী লিসবন শহরে রোমাতে যাত্রা শুরু করলো বাঙালি মালিকানাধীন তুর্কির চা কফি ঐতিহ্যবাহী মিষ্টির দোকান। পর্তুগালের মাটিতে বসবাস করা বাঙ্গালীদের তুর্কি ঐতিহ্যবাহী চা,কফি ও মিষ্টির স্বাদ দিতে এই আয়োজন। এখানে রয়েছে তুর্কির ঐতিহ্যবাহী মিষ্টি বাকলাভা,সাথে ক্যাফেটেরিয়া যেখানে একসঙ্গে সবাই বসে এই স্বাদ উপভোগ করতে পারবেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগালের  বাংলা কমিউনিটির নেতৃবৃন্দ। উপস্থিত অতিথিরা জানিয়েছেন যে পর্তুগালে বসে যে তুর্কি চা,কফির স্বাদ পাবো যা কখনো আশা করিনি এবং আরো বলেন বিদেশের মাটিতে বাঙালি এমন সাফল্য সব সময় দেশের সুনাম উজ্জ্বল করবে। উল্লেখ্য লিটন তার্কিস গ্রিলের অঙ্গ প্রতিষ্ঠান এই তার্কিস ক্যাফেটোরিয়া।