ঢাকা, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫,
সময়: ০২:৫৩:২৫ AM

৫৯ বছরে প্রাণ হারিয়েছে ৪৯ ফায়ার ফাইটার

ষ্টাফ রিপোটার।।ঢাকাপ্রেস২৪.কম
23-09-2025 09:57:11 PM
৫৯ বছরে প্রাণ হারিয়েছে ৪৯ ফায়ার ফাইটার

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়াধীন একটি জরুরি সেবামূলক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের সব কার্যক্রম জনগণের সেবায় নিবেদিত। তৎকালীন বৃটিশ সরকার অবিভক্ত ভারতে ১৯৩৯-৪০ অর্থ সালে ফায়ার সার্ভিস সৃষ্টি করেন। তবে ১৯৮১ সালের ৯ এপ্রিল তৎকালীন ফায়ার সার্ভিস পরিদপ্তর ও সিভিল ডিফেন্স অধিদপ্তর সরকারি প্রজ্ঞাপন অনুসারে একীভূত হয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে সড়ক ও জনপথ বিভাগের অধীন রেসকিউ বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে অর্ন্তভুক্ত হয়। এই সংস্থাকে আধুনিকায়ন না করার কারনে সংস্থাটির সদস্যরা জরুরি ভিত্তিত্বে সেবা দিতে গিয়ে গত ৫৯ বছরে প্রাণ হারিয়েছেন ৪৯ জন ফায়ার ফাইটার। আগুন নেভানো ছাড়াও নৌকাডুবি এবং পানিতে পড়ে যাওয়া লোকজনকে উদ্ধার, সড়ক দুর্ঘটনা এবং লোকজনের হাতে মারধরের শিকার হয়ে তারা মারা যান। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ১৯৬৬ সালে একজন, ১৯৭১ সালে একজন, ১৯৭৩ সালে একজন, ১৯৮১ সালে একজন, ১৯৮২ সালে ২ জন, ১৯৮৮ সালে ২ জন, ১৯৮৯ সালে একজন, ১৯৯১ সালে একজন, ১৯৯৬ সালে একজন, ২০০০ সালে তিনজন, ২০০১ সালে দুইজন, ২০০৬ সালে একজন, ২০০৭ সালে একজন, ২০০৮ সালে ৪ জন, ২০০৯ সালে দুজন, ২০১৩ সালে ও ২০১৫ দুজন, ২০১৭ সালে দুজন, ২০১৯ ও ২০২০ সালে দুজন, ২০২১ সালে দুজন, ২০২২ সালে ১৩ জন , ২০২৩ সালে একজন, ২০২৪ সালে দুজন এবং ২০২৫ সালে একজন নিহত হয়েছে। এছাড়াও গত ১০ বছরে ৩৮৬ জন আহত ও ২৪ জন ফায়ার ফাইটার প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ২০১৫ সালে আহত ৩৭ ও একজন নিহত, ২০১৬ সালে আহত ৭২ জন, ২০১৭ সালে আহত ৪৭ ও দুই জন নিহত, ২০১৮ সালে আহত ২৪ জন, ২০১৯ সালে আহত ২৯ জন ও একজন নিহত, ২০২০ সালে আহত ৩৭ ও একজন নিহত, ২০২১ সালে আহত ৮ ও দু'জন নিহত, ২০২২ সালে আহত ৪০ ও ১৩ নিহত, ২০২৩ সালে আহত ৫৪ ও একজন নিহত, ২০২৪ সালে আহত ৩৮ ও দু'জন নিহত হয়। তবে ২০২৫ সালে নিহত। তবে এ বছর এখন পর্যন্ত কতজন আহত তা জানা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর তথ্যসূত্রে ১৯৮৯-২০২১ সাল পযর্ন্ত ১৭ জন নিহত হন। নিহতরা হলেন, ১। মো. মাহাবুবুর রহমান, ফায়ারম্যান, (৬/১/১৯৮৯ সালে নিহত), কর্মরত-বগুড়া ফায়ার স্টেশন। ২। মুসলিম উদ্দিন, ফায়ারম্যান, (২৬/১/১৯৯১ সালে নিহত), কর্মরত-নওগাঁ ফায়ার স্টেশন। ৩। মো. জহিরুল হামিদ, ফায়ারম্যান, (১২/১/২০০১ সালে নিহত), কর্মরত-সীতাকুণ্ড ফায়ার স্টেশন। ৪। মাহাবুব হোসেন খান, ফায়ারম্যান, (২৭/১২/২০০১ সালে নিহত), কর্মরত-বরিশাল ফায়ার স্টেশন। ৫। মো. আক্তার হোসেন, ফায়ারম্যান, (৩/১২/২০০৬ সালে নিহত), কর্মরত-নবাবগঞ্জ ফায়ার স্টেশন। ৬। মো. অমল চন্দ্র মন্ডল, ফায়ারম্যান, (১২/১/২০০৮ সালে নিহত), কর্মরত-পটুয়াখালী ফায়ার স্টেশন। ৭। আব্দুর রশিদ, লিডার, (১৬/২/২০০৮ সালে নিহত), কর্মরত-কুলাউড়া ফায়ার স্টেশন। ৮। আ. আজিজ হাওলাদার, ড্রাইবার, (১৬/২/২০০৮ সালে নিহত), কর্মরত-কুলাউড়া ফায়ার স্টেশন। ৯। নির্লেন্দু প্রসন্ন সিংহ, ফায়ারম্যান, (১৬/২/২০০৮ সালে নিহত), কর্মরত-কুলাউড়া ফায়ার স্টেশন। ১০। আবুল কালাম আজাদ, ফায়ারম্যান, (২১/২/২০০৮ সালে নিহত), কর্মরত-কুর্মিটোলো ফায়ার স্টেশন। ১১। মো. জালাল, ফায়ারম্যান, (৪/১০/২০০৯ সালে নিহত), কর্মরত-ছাগলনাইয়া ফায়ার স্টেশন। ১২। মো. শাহ আলম, ফায়ারম্যান, (২১/১০/২০১৫ সালে নিহত), কর্মরত-গোপালগঞ্জ ফায়ার স্টেশন। ১৩। মো. আবু সাঈদ, ফায়ারম্যান, (৩০/৬/২০১৬ সালে নিহত), কর্মরত-নরসিংদী ফায়ার স্টেশন। ১৪। মো. আব্দুল মতিন, ফায়ারম্যান, (১১/৫/২০১৭ সালে নিহত), কর্মরত- গোদাগাড়ী, ফায়ার স্টেশন। ১৫। মো. সোহেল রানা, ফায়ারম্যান, (৮/৪/২০১৯ সালে নিহত), কর্মরত-কুর্মিটোলো ফায়ার স্টেশন। ১৬। আব্দুল মতিন, ডুবুরি, (২৮/৮/২০২১ সালে নিহত), কর্মরত-বংপুর ফায়ার স্টেশন। ১৭। মো. মিলন মিয়া, ফায়ারফাইটার (২৬/১১/২০২১ সালে নিহত), কর্মরত (চট্টগ্রাম) ফায়ার স্টেশন। এদিকে ২০২২ সালে নিহতের সংখ্যা ছিল স্মরণকালের চেয়েও বেশি। এরা হলেন,সীতাকুণ্ড অগ্নিদুর্ঘটনায় ফায়ার সার্ভিসের নিহত কর্মীদের নামের তালিকা: ১। মো. রানা মিয়া, ফায়ারফাইটার, কুমিরা ফায়ার স্টেশন, নিজ জেলা-মানিকগঞ্জ (নিহত)। ২। মনিরুজ্জামান, নার্সিং অ্যাটেনডেন্ট, কুমিরা ফায়ার স্টেশন, নিজ জেলা-কুমিল্লা (নিহত)। ৩। আলাউদ্দিন, ফায়ারফাইটার, কুমিরা ফায়ার স্টেশন, নিজ জেলা-নোয়াখালী (নিহত)। ৪। মো. সাকিল তরফদার, কুমিরা ফায়ার স্টেশন (নিহত)। ৫। মিঠু দেওয়ান, লিডার, কুমিরা ফায়ার স্টেশন, নিজ জেলা-রাঙ্গামাটি (নিহত)। ৬। রমজানুল ইসলাম, ফায়ারফাইটার, সীতাকুণ্ড ফায়ার স্টেশন, নিজ জেলা-শেরপুর (নিহত)। ৭। নিপন চাকমা, লিডার, সীতাকুণ্ড ফায়ার স্টেশন, নিজ জেলা-রাঙ্গামাটি (নিহত)। ৮। সালাউদ্দিন কাদের চৌধুরী, ফায়ারফাইটার, সীতাকুণ্ড ফায়ার স্টেশন, নিজ জেলা-ফেনী (নিহত)। ৯। মো. ইমরান হোসেন মজুমদার, লিডার, কুমিরা ফায়ার স্টেশন, নিজ জেলা-চাঁদপুর (নিহত)। ১। শফিউল ইসলাম, ফায়ারফাইটার, কুমিরা ফায়ার স্টেশন, নিজ জেলা-সিরাজগঞ্জ (নিখোঁজ)। ২। ফরিদুজ্জামান, ফায়ারফাইটার, সীতাকুণ্ড ফায়ার স্টেশন, নিজ জেলা-রংপুর (নিখোঁজ)। ৩। মো. রবিউল ইসলাম, ফায়ারফাইটার, সীতাকুণ্ড ফায়ার স্টেশন, নিজ জেলা-নওগাঁ (নিখোঁজ)।