ঢাকা, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫,
সময়: ০২:৫৩:৪৭ AM

থমথমে খাগড়াছড়ি, দোকানপাট বন্ধ

ষ্টাফ রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম
28-09-2025 03:30:44 PM
থমথমে খাগড়াছড়ি, দোকানপাট বন্ধ

 খাগড়াছড়িতে মারমা শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। এর পর থেকে জেলা শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকেই খাগড়াছড়ি পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের টহল জোরদার করা হয়েছে। সকাল থেকে চলাচলকারীদের জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা বাহিনী। শহরের দোকানপাট ও বাজারও বন্ধ রয়েছে। তবে এখন পর্যন্ত কোথাও নতুন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রসঙ্গত, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ও শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলাকালে খাগড়াছড়ির মহাজনপাড়া ও সদর উপজেলা পরিষদ এলাকায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ২৩ জন আহত হন। জেলা সিভিল সার্জন মো. ছাবের জানান, আহতদের মধ্যে ২১ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে এবং দুজন খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি আছেন। খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, “শনিবার দুপুরের পর পরিস্থিতি উত্তপ্ত হলে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথভাবে নিয়ন্ত্রণে আসে এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করা হয়।” এদিকে, সড়ক অবরোধ ও সহিংসতার কারণে সাজেকে আটকে পড়া প্রায় দুই হাজার পর্যটককে সেনাবাহিনীর নিরাপত্তায় শনিবার রাত সাড়ে ১০টার পর খাগড়াছড়ি আনা হয়। রাত ১২টার মধ্যে তারা নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা দেন। পরিস্থিতি যাতে পুনরায় উত্তপ্ত না হয়, সে জন্য সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথভাবে টহল জোরদার রেখেছে।