ঢাকা, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫,
সময়: ০২:০৩:০৭ PM

লোহাগাড়ায় বাস-মাইক্রোর সংঘর্ষে নিহত ৭

ষ্টাফ রিপোটার।।ঢাকাপ্রেস২৪.কম
02-04-2025 02:46:15 PM
লোহাগাড়ায় বাস-মাইক্রোর সংঘর্ষে নিহত ৭

জেলার লোহাগাড়ায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। বুধবার (০২ এপ্রিল) সকাল সোয়া ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকায় রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।লোহাগাড়া ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মনজুর হোসেন  বলেন, চট্টগ্রামমুখী রিল্যাক্স পরিবহনের একটি বাসের সঙ্গে কক্সবাজারগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন মেয়ে শিশুসহ সাতজন নিহত হয়েছেন।   তিনি জানান, আহত হয়েছেন আরও পাঁচ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।  এই কর্মকর্তা বলেন, নিহতদের নাম-ঠিকানা ও পরিচয় পাওয়া যায়নি। মাইক্রোবাসের চালকের মোবাইল উদ্ধার করা হয়েছে। মোবাইল নিয়ে পরিচয় জানার চেষ্টা চলছে। সম্ভবত মাইক্রোবাসটি উত্তরবঙ্গ থেকে কক্সবাজার দিকে যাচ্ছিল।  এর আগে, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে চুনতি এলাকায় বাসের সঙ্গে মিনিবাসের সংঘর্ষে পাঁচজন নিহত ও ১২ জন আহত হন।