ঢাকা, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫,
সময়: ১০:০২:২৮ AM

গণ অধিকার পরিষদের মিছিলে হামলার ঘটনায় মামলা

ষ্টাফ রিপোটার।।ঢাকাপ্রেস২৪.কম
16-09-2025 08:47:05 PM
গণ অধিকার পরিষদের মিছিলে হামলার ঘটনায় মামলা

গণ অধিকার পরিষদের মিছিলে জাতীয় পার্টির নেতাকর্মীদের হামলার ঘটনায় রমনা মডেল থানায় মামলা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় এ মামলা করা হয়। মামলার বাদী ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট। গত ২৯ আগস্ট গণঅধিকার পরিষদের শান্তিপূর্ণ মিছিলে জাতীয় পার্টির নেতাকর্মীরা হামলা চালায়। মঙ্গলবার মামলা করার পর গণঅধিকার পরিষদের আইনজীবীরা সাংবাদিকদের সামনে এ বিষয়ে ব্রিফ করেন। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব এডভোকেট এস.এম. নুরে এরশাদ সিদ্দিকী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মো. খালিদ হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব এডভোকেট শেখ শওকত হোসেন, ঢাকা বার ইউনিটের আহ্বায়ক এডভোকেট মমিনুল ইসলাম মমিন, সদস্য সচিব এডভোকেট হাবিবুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মেহেদী হাসান, যুগ্ম আহ্বায়ক এডভোকেট নার্গিস পারভীন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব আহমেদ ইয়ামিন সিরাজী প্রমুখ।