ঢাকা, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫,
সময়: ০১:৪৩:২২ PM

ওবায়দুল কাদেরের এত দম্ভ, এখন কোথায়:রিজভী

স্টাফ রিপোটার।।ঢাকাপ্রেস২৪কেম
14-02-2025 10:26:43 PM
ওবায়দুল কাদেরের এত দম্ভ, এখন কোথায়:রিজভী

ওবায়দুল কাদেরের এত দম্ভ, এত অহংকার-আমাদের নেতাদের নাম ধরে ধরে টিটকারি মেরে কথা, এখন কোথায় আপনি? প্রশ্ন রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র শবে বরাত উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর থেকে পলাতক আছেন ফ্যাস্টিস্ট সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।আওয়ামী লীগকে উদ্দেশ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তারা যদি ভালো কাজ করতেন, মানুষের কল্যাণের কাজ করতেন, জনগণের ক্ষমতা যদি জনগণের কাছে ফিরিয়ে দিতেন, তাহলে তো আপনাদের পালাতে হতো না।অন্য দেশে লুকিয়ে থেকে আওয়ামী লীগ নেতারা হুঙ্কার দেয়, উসকানি দেয়। এটা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী।