
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন পিছিয়ে আগামী ১৬ অক্টেবর হবে বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম।সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যামে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ঘোষিত “কমপ্লিট শাটডাউন” কর্মসূচি চলমান রয়েছে ও নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হয়নি। যার ফলে রাকসু নির্বাচনকে উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে নির্বাচন ২৫ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।এদিন সন্ধ্যায় নির্বাচনের তারিখ নিয়ে প্রেস ব্রিফিংয়ের কথা ছিল নির্বাচন কমিশনের। ব্রিফিংয়ের আগে শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা রাকসু কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। পরে বাম সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা তাদের বিপরীতে স্লোগান দিতে শুরু করে। সন্ধ্যা পৌনে সাতটায় শাখা ছাত্রদল নির্বাচন পিছানোর দাবির সাথে একাত্মতা ঘোষণা করে ঘটনাস্থলে যোগ দেয়। এরই মাঝে সন্ধ্যা সাড়ে সাতটায় বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন।