
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ৪র্থ দিন আজ শুক্রবার প্রথম বক্তা হিসেবে ভাষণ দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে নেতানিয়াহু মঞ্চে ওঠার সাথে সাথে কয়েকশ দেশের নেতা ও প্রতিনিধিরা ওয়াকআউট করে বাইরে চলে যান।ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, শুধুমাত্র আরব ও মুসলিম নেতারাই আজ ওয়াক আউট করেননি। তাদের সঙ্গে সঙ্গে কক্ষ থেকে বেরিয়ে যান আফ্রিকা ও ইউরোপের কয়েকটি দেশের কূটনীতিকরা। এসময় এ ওয়াক আউট থেকে নজর সরাতে নেতানিয়াহুর সমর্থকরা জোরে জোরে তালি দেন। এরমধ্যে নেতানিয়াহুর স্ত্রী ও নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামসও রয়েছেন।এদিকে নেতানিয়াহুর এই ভাষণ গাজায় লাউডস্পিকারের মাধ্যমে সম্প্রচার করার নির্দেশ দিয়েছে ইসরয়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)।
হিব্রু ভাষার ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ নিউজ ও হা’রেৎজ- এর বরাতে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, পুরো গাজা উপত্যকায় লাউডস্পিকার বসিয়ে নেতানিয়াহুর বক্তব্য সরাসরি সম্প্রচার করতে ইসরায়েলি সেনাদের নির্দেশ দেওয়া হয়েছে।
সামজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে গাজা সীমান্তে সামরিক যান ও ক্রেনের ওপর লাউডস্পিকার লাখাতে দেখা গেছে ইসরায়েলি সৈন্যদের। এদিকে এ পরিকল্পনাকে ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছেন ইসরায়েলি জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের কেউ কেউ, কারণ এর ফলে সেনাদের এমন এলাকায় প্রবেশ করতে হবে যেখান থেকে তারা হামাসের টার্গেটে পরিণত হতে পারে।
এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন গাজায় হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের জিম্মিদের পরিবারের সদস্যরাও। তারা অভিযোগ করেন, জিম্মিদের জীবনকে ঝুঁকিতে ফেলে নেতানিয়াহু নিজের রাজনৈতিক উচ্চাভিলাষ পূরণ করছেন।