ঢাকা, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫,
সময়: ০২:৪৮:০৩ AM

"পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতিতেই নিউইয়র্কে হামলা"

ষ্টাফ রিপোটার।।ঢাকাপ্রেস২৪.কম
23-09-2025 04:22:47 PM
"পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতিতেই নিউইয়র্কে হামলা"

নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মী ও অন্য রাজনৈতিক ব্যক্তিদের ওপর হামলার ঘটনাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতি বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।নাহিদ ইসলাম বলেন, “ক্রমাগত হামলা চলছে, কিন্তু সরকার কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। এ ধরনের ঘটনায় প্রশাসনের ভেতরের কিছু লোকও জড়িত রয়েছে, যারা তথ্য পাচার করে। নিউইয়র্কে কনস্যুলেট জেনারেলকে পদত্যাগ করতে হবে এবং নিরাপত্তা দিতে ব্যর্থ ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”তিনি আরও দাবি করেন, এনসিপির উপদেষ্টা মাহফুজের ওপর হামলায় গ্রেপ্তার হওয়া পাঁচজনের নাম প্রকাশ করতে হবে।উল্লেখ্য, সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুরে এমিরেটসের একটি ফ্লাইটে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীরা যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। কিছুটা দেরিতে বিমানবন্দর ত্যাগের সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাকে ঘিরে স্লোগান দিতে শুরু করেন আওয়ামী লীগের কর্মীরা।

এ সময় আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয় এবং ডা. তাসনিম জারাকে অশালীন ভাষায় গালাগাল করা হয়। এর প্রতিবাদে আখতার হোসেন স্লোগান দেন “ইনকিলাব জিন্দাবাদ”। পরে পুলিশের সহযোগিতায় সফরসঙ্গীরা নিরাপদে বিমানবন্দর এলাকা ত্যাগ করেন।