ঢাকা, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫,
সময়: ০২:৫৫:২৫ AM

”সংসদেও একটি গোষ্ঠীকে জেতানোর ‘নীলনকশা চলছে”

ষ্টাফ রিপোটার।।ঢাকাপ্রেস২৪.কম
26-09-2025 07:52:36 PM
”সংসদেও একটি গোষ্ঠীকে জেতানোর ‘নীলনকশা চলছে”

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো বিশেষ দল বা গোষ্ঠীকে জিতিয়ে দেওয়ার ‘নীলনকশা’ তৈরি করা হলে দেশের জনগণ তা কোনোভাবেই মেনে নেবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাজী আসাদুজ্জামান আসাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন রিজভী। সেখানেই তিনি ডাকসু নির্বাচন, সরকার ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে কড়া মন্তব্য করেন।রিজভী বলেন, “ডাকসু-জাকসু নির্বাচন নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। কিন্তু সম্প্রতি যেভাবে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তা নিয়ে জনমনে গভীর শঙ্কা তৈরি হয়েছে।” তিনি বলেন, “ডাকসু নির্বাচন হওয়া নিয়ে আপত্তি নেই, কিন্তু যে প্রক্রিয়ায় হয়েছে, সেখানে স্বচ্ছতার অভাব স্পষ্ট। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করেননি।”

সরাসরি অভিযোগ তুলে রিজভী প্রশ্ন করেন, “নীলক্ষেত থেকে ব্যালট ছাপানো হলো কেন? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কি নিজস্ব কোনো ছাপাখানা নেই? তাহলে নীলক্ষেতের একটি বাণিজ্যিক প্রেসে ব্যালট ছাপানোর উদ্দেশ্য কী? এটা কি কোনো একটি বিশেষ দল বা গোষ্ঠীর স্বার্থে করা হয়েছে?”

তিনি আরও বলেন, “এসব ঘটনা প্রমাণ করে যে, জাতীয় নির্বাচনেও উদ্দেশ্যমূলক ফলাফল তৈরি করার একটা পরিকল্পনা থাকতে পারে। জনগণ এই ধরনের নীলনকশা কোনোভাবেই মেনে নেবে না।”

বিএনপির এই মুখপাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচন পরিচালনা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, “শেখ হাসিনা অতীতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন মাটির নিচে চাপা দিয়ে নিজের রাজত্ব কায়েম করেছেন। এবারও যদি সেই একই কায়দায় নির্বাচন করার চেষ্টা হয়, তবে তা জাতির জন্য চরম দুর্ভাগ্যজনক হবে।”

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, “বর্তমান সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে। দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করে জনগণকে কষ্টে ফেলেছে।” তিনি সরকারের বিরুদ্ধে চলমান চক্রান্ত প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে দলের অন্যান্য নেতারাও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, প্রশাসনের নিরপেক্ষতা ও আগামী নির্বাচন নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেন।