ঢাকা, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫,
সময়: ০২:৫২:২৪ AM

নিজস্ব বলায় তৈরী করার উদ্দ্যেগ এনসিপির

ষ্টাফ রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম
26-09-2025 12:35:09 PM
নিজস্ব বলায় তৈরী করার উদ্দ্যেগ এনসিপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে। নির্বাচনী জোট গঠনে চলছে দফায় দফায় আলোচনা ও তৎপরতা। বিশেষ করে জুলাই অভ্যুত্থানে সামনের সারিতে থাকা তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ঘিরে রাজনৈতিক মহলে কৌতূহল ও আলোচনা তুঙ্গে।বিএনপি ও জামায়াতে ইসলামী জোটে যোগ দেওয়ার গুঞ্জন থাকলেও এনসিপি স্পষ্ট জানিয়েছে, তারা সেই পথে হাঁটবে না। বরং বিএনপি-জামায়াত বলয়ের বাইরে থাকা রাজনৈতিক শক্তিগুলোকে নিয়ে একটি স্বতন্ত্র জোট গঠনের উদ্যোগ নিয়েছে এনসিপি। তাদের লক্ষ্য—নিজেদের কেন্দ্রীয় ভূমিকায় রেখে তরুণদের নেতৃত্বে একটি তৃতীয় শক্তি গড়ে তোলা।

বিএনপি-জামায়াত থেকে দূরত্ব

এনসিপি মনে করছে, বিএনপি ও জামায়াতের সঙ্গে জোটে গেলে তাদের রাজনৈতিক অস্তিত্ব ঝুঁকিতে পড়তে পারে। এজন্য তারা গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে। ইতোমধ্যেই বেশ কয়েকটি অনানুষ্ঠানিক বৈঠকও হয়েছে, যেখানে ইতিবাচক সাড়া পেয়েছে এনসিপি।

আলোচনায় থাকা দলগুলোর মধ্যে রয়েছে—গণঅধিকার পরিষদ, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, ভাসানী পরিষদ, ইউনাইটেড পিপলস বাংলাদেশ, ইনকিলাব মঞ্চসহ আরও কয়েকটি সংগঠন। সম্প্রতি গণতন্ত্র মঞ্চের ছয়টি দলের সঙ্গেও অনানুষ্ঠানিক বৈঠক করেছে এনসিপি, এবি পার্টি ও গণঅধিকার পরিষদ।

এনসিপির অবস্থান

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন,
“আমরা মধ্যপন্থি, গণতান্ত্রিক ও বাংলাদেশপন্থি শক্তিগুলোকে নিয়ে আলাদা বলয় গড়ে তুলতে চাই। সেই বলয়ের ভরকেন্দ্র হবে এনসিপি।”

যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন জানান, বিএনপি-জামায়াতের বলয়ে না গিয়ে তারা জুলাই সনদের আইনি ভিত্তি, গণপরিষদ নির্বাচন, গণহত্যার বিচার ও সংস্কারের দাবিতে ঐক্যবদ্ধ আছেন।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন,
“আমরা বিএনপি-জামায়াতের জোটে যাচ্ছি না। আগামী সংসদে আওয়ামী লীগ, জাতীয় পার্টি থাকবে না। আমরা ৩০০ আসনে জয়লাভের লক্ষ্যে লড়ব, যদিও বাস্তবতায় অন্তত ১৫০ আসনে জয়ের সম্ভাবনা রয়েছে।”

দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন,
“আমরা বিএনপি বা জামায়াতকে সমর্থন করি না। অন্য দলগুলোও দেশের জন্য উপযুক্ত নয় বলেই আমরা নতুন দল গড়েছি। নিজেদের পায়ে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।”

রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টিভঙ্গি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আইনুল ইসলাম মনে করেন, তরুণদের নেতৃত্বে দেশের রাজনীতিতে নতুন বলয় গড়ে উঠতে পারে। তার মতে, বিশ্বব্যাপী তরুণদের যে জাগরণ চলছে, বাংলাদেশও এর বাইরে নয়। জুলাইয়ের গণঅভ্যুত্থান তার প্রমাণ। তিনি বলেন, “তরুণ নেতৃত্ব যদি প্রথম সারিতে চলে আসে, তাতেও অবাক হওয়ার কিছু নেই।”

সামনের পরিকল্পনা

এনসিপি শুধু নির্বাচনের জন্য নয়, বরং নতুন সংবিধান, গণহত্যার বিচার, জুলাই সনদ ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিসহ মৌলিক সংস্কারের লক্ষ্যে জোটবদ্ধ হতে চাইছে। তাদের লক্ষ্য নির্বাচনের আগেই রাজপথে শক্তিশালী অবস্থান তৈরি করা।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন,
“আমরা চাই আওয়ামী লীগের শূন্যতায় নতুন শক্তি গড়ে উঠুক। এনসিপির সঙ্গে একীভূত হওয়ার আলোচনা চলছে। সবার আন্তরিকতা ও উদারতার ওপরই নির্ভর করছে আলোচনার চূড়ান্ত রূপ।”

উপসংহার

এনসিপি নিজেদের আলাদা বলয়ে প্রতিষ্ঠিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। তরুণ নেতৃত্বের এই দলটি বিএনপি-জামায়াতের বাইরে একটি স্বতন্ত্র শক্তি হিসেবে আবির্ভূত হতে চাইছে। নির্বাচন ও আন্দোলন—উভয় ক্ষেত্রেই নতুন এই রাজনৈতিক সমীকরণ বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।