ঢাকা, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫,
সময়: ০৬:৩৬:৪৮ AM

পেশাজীবীদের সমস্যা নিরসনে কমিটি

ষ্টাফ রিপোটার।।ঢাকাপ্রেস২৪.কম
17-09-2025 04:24:14 PM
পেশাজীবীদের সমস্যা নিরসনে কমিটি

প্রকৌশল পেশাজীবীদের সমস্যা নিরসনে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। কমিটির সুপারিশ না আসা পর্যন্ত আন্দোলন থেকে সরে আসবেন আন্দোলনকারীরা।প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিগুলোর যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ প্রণয়নের জন্য গঠিত কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।বুধবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কমিটির সভাপতি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সভাপতিত্বে দুপুর আড়াইটায় এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তিনি একথা জানান।