
কিশোরগঞ্জ, ২০ সেপ্টেম্বর — কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির বিরুদ্ধে শুধু ষড়যন্ত্রই হচ্ছে না, মিথ্যা অপপ্রচারণাও চলছে। তিনি বলেন, ‘‘আমরা সেই দল, যারা উড়ে এসে জুড়ে বসেনি। লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে আমরা গড়ে উঠেছি।’’ফখরুল বলেন, বাংলাদেশকে আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যে ভূমিকা রেখেছেন, তা অস্বীকার করা যাবে না। তিনি উল্লেখ করেন, আজ যে গণতন্ত্রের কথা সকলেই বলছে—সেই গণতন্ত্র বাংলাদেশে এনেছিলেন জিয়াউর রহমান। আর গণঅভ্যুত্থানের রক্ত ও ত্যাগের বিনিময়ে বিদ্যমান মুক্ত পরিবেশে বিএনপিকে কর্মসূচি পালনের সুযোগ মিলেছে বলে জানান তিনি।
সম্মেলনে তিনি বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও ছাত্রজনতাকে অভিনন্দন জানান—যারা, তার ভাষায়, ‘‘অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্টকে তাড়িয়েছে।’’
ফখরুল আরও বলেন, ‘‘অনেক ষড়যন্ত্র ও মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে বিএনপির বিরুদ্ধে; এদেশে যা কিছু ভালো সবকিছু দিয়েছে বিএনপি।’’ তিনি দৃঢ় কণ্ঠে দাবি করেন যে, বিএনপি ফিনিক্স পাখির মতো — ভাঙার চেষ্টাই করা হয়েছে, কিন্তু দল ভেঙে যায় নি; বরং ষড়যন্ত্রকারীরাই পালিয়ে গেছে।
মহাসচিব সতর্ক করে বলেন, সম্মেলনে কোনো নেতার নামে স্লোগান দিলে তারই নম্বর মাইনাস হবে; স্লোগান হবে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের নামে। তিনি একইলেভেনে নির্যাতনের শিকার যে নেতা নির্বাসিত হয়েছিলেন, তিনিই নতুন করে গণতন্ত্রের স্বপ্ন দেখিয়েছেন—এ আফসোস নয়, তিনি বলেন এটি নতুন সুযোগ তৈরি করেছে তারেক রহমানকে দেশ পরিচালনার সুযোগ করে দেওয়ার জন্য।
ফখরুল যোগ করেন, ‘‘নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার সুযোগ তৈরি হয়েছে—এই সুযোগ কাজে লাগাতে বিএনপি প্রস্তুত। সবাই বিএনপির পক্ষে দাঁড়ান।’’
সম্মেলনে শুরু থেকে শেষ পর্যন্ত দলের ঐক্য, কর্মসূচি ও ভবিষ্যৎ কৌশল নিয়ে গুরুত্ব আরোপ করা হয়।